প্রধান শিক্ষকের বাণী
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তরগত ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় টি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ও পাহাড়তলী চৌমুহনীর উত্তর পাশ্বে হাফেজ বজলুর রহমান সড়ক সংলগ্ন স্থানে অবস্থিত। বিদ্যালয় টির যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত ভালো। সম্পূর্ণ কোলাহল ও দূষণ মুক্ত মনোরম পরিবেশে অবস্থান হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার মান খুবই ভালো। প্রতি বছর এস এস সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক, স্থানীয় প্রয়াত ডাঃ নিরঞ্জন দত্ত এলাকার কিছুসংখ্যক বিদোৎসাহী ব্যাক্তির সহযোগীতায় ১৯৬৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে কেউ কেউ জমি দান করেছেন। এ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে বর্তমানে অনেকে দেশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সুসজ্জিত বিজ্ঞানাগার ও গ্রন্থাগার রয়েছে। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের জন্য রয়েছে সহ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগসুবিধা। তাই শিক্ষার্থীরা প্রতিবছর উপজেলা ও জেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করছে। বিদ্যালয়ের শিক্ষকও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। সম্পূর্ণ গ্রামীন মনোরম পরিবেশ ও শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় ভবিষ্যৎ শিক্ষার মান আরও বৃদ্ধি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
প্রধান শিক্ষক
ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়।